OdishaKeonjhar

Sep,2019
Address: Keonjhar, Odisha 758001
How to go: Start your journey from Jajpur Keonjhar road, hire car and explore Keonjhar.
Pros: Road condition is very good, every destination is watch worthy
Cons: no public transport at all..... every place is very remote and you have to manage car by own, then only you can explore.
What to visit ?
  • Gundichaghagi Water fall
  • Bhimkund Keonjhar Side
  • Bada Ghagara Waterfall
  • Sana Ghagara Waterfall
  • Khandadhar Falls
  • Handibhanga Water Fall
Company: Friends who are sporting enough to explore the most, Family for few waterfalls only
Minimum day/time to visit: 2 days full.
Locality: Village, Urban
Expenses: 3000 max for a group of 4
More Information: || ওড়িশার কেওনঝড় || আবার একটা অফবিট। ১ বছর ধরে প্ল্যান আর প্ল্যান। যাওয়া আর হচ্ছিল না কখনো সিজন, কখনো সুযোগ সুবিধার জন্য। ছোট্ট একটা পাগলদের টি ম। সবাই সব সময় পজেটিভ এনার্জি নিয়ে চলা মানুষ। একই সাথে মতের ও দৃষ্টিভঙ্গির মিল যেগুলো না হলে একটা ট্যুর অনায়াসে নষ্ট হয়ে যেতে পারে। শুধু তাই নয় বন্ধুত্বও শেষ হয়ে যেতে পারে। আমি লাকি যে আপাতত সব কিছু ঠি ক চলছে।

আজকের কেওনঝড়ে আসল লক্ষ্য হলো ঝর্ণা।আবহাওয়া খুব ভালো থাকায় সারা দিনের জার্নিটা খুব স্পেশাল গেছে। নিজেরা ড্রাইভ করায় যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলার সুযোগ হয়ে যায়। সত্যি বলতে এমন ল্যান্ডস্কেপ, প্রকৃতির এমন মনোমুগ্ধকর রূপ দেখে না গাড়ি থামিয়ে পারা যায় না। সত্যি, দূর্গাপূজার প্রাক্কালে দেশের বিভিন্ন জায়গায় এরকম রূপ আশীর্বাদের সমান। প্রতিটা মুহূর্ত স্মরনীয় আমার কাছে। হ্যাঁ আমি লাকি যে এই ট্যুরটা আমি করতে পেরেছি এদের সাথে।

কেওনঝড় অসম্ভব সুন্দর জায়গা। সবুজ পাহাড়ে ঘেরা পাথুরে জায়গা যেখানে খুব সুন্দর সুন্দর ঝর্ণার অবস্থান। প্রতিটা নিজ নিজ রূপের রানী। কোনটাকেই বাদ দেওয়া যায় না। ২ দিন সময় নিয়ে সব কটাই দেখে ফেলো। অন্যরকম অভিজ্ঞতা অর্জন হবে।

কি কি দেখার আছে?
******************************

1. গুন্ডিচা ঘাই ফলস্
2. ভিমকুন্ড ফলস্
3. বড়া ঘাগড়া
4. সানা ঘাগড়া
5. খন্ডধারা
6. হান্ডিভাঙা

থাকার যায়গা:
******************************

কেওনঝড় OTDC ১২০০ টাকা ডবল বেড

অভিজ্ঞতা:
******************************

গুন্ডিচা ঘাই ফলস্:

জাজপুর কেওনঝড় রোড রেল স্টেশন থেকে শুরু। প্রথম দেখা ৬০ কিমি দূরে গুন্ডিচা ঘাই। ছোট উচ্চতার ৫/৬ টা চওড়া ধারাযুক্ত খুব সুন্দর ফলস্। যাওয়ার পথে রাস্তার দুই ধারে সবুজ ধানের ক্ষেত আর দূষণমুক্ত হাওয়া মন জয় করে নেয়, তার পরে হটাৎ পরিবেশ টাই চেঞ্জ হয়ে যায়, গাছের ধরণ ও পরিবেশ দুটোই আলাদা, রাস্তার দুইধারে বড় বড় গাছের ছায়া আর পাখির ডাক... অসাধারণ লাগবে... গ্রামের রাস্তা এখন বেশিরভাগ জায়গায় পাকা তাই ধূলোর গল্প থাকে না... গাড়ি চালিয়েও মজা চড়েও মজা...অবশেষে পৌছালাম ফলস এ.. সিঁড়ির গল্প নেই, বিভিন্ন দিক দিয়ে তার ছবি নেওয়া যায়। ক্লিফ এর উপর দাঁড়ানোর সুযোগ আছে... আছে পার্কিং এর জন্য সুন্দর জায়গা আর কিছু ছোট খাটো খাবার বিক্রেতা... তা ছাড়া একটা লোহার ব্রিজ যেটা দিয়ে নদীটা পার করা যায়... সব মিলিয়ে জায়গা টার সাথে সাথে ঝর্ণার সৌন্দের্য আলাদা মাত্রা আনে....

ভিমকুন্ড ফলস্ :

তার থেকে ৩৫ কিমি দূরে ভীমকুন্ড, যার দুটো দিক আছে। একটি কেওনঝড়ের দিক অপরটি ময়ুরভঞ্জ। আর ঐ দিকটাতেই সিঁড়ি দিয়ে পার্কের মত করা আছে। যারা শিমলিপালের দিক দিয়ে আসবে তারা ঐ দিকটি দেখে নিতে পারে। ময়ূরভঞ্জের দিকটা যেতে না পারলেও দু:খ ছিল না। কারণ কেওনঝড়ের দিক দিয়েই আমরা বড় বড় কালো ও হলুদ মার্বেল পাথরের তৈরী বোল্ডার পেরিয়ে নদীর মধ্যে দিয়ে পায়ে হেঁটে ওয়াটার ফলসের কাছে গিয়ে ছবি তোলা ও স্নান সারলাম। অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করতে হয়। পাথরের প্যাটার্ন বিস্ময়কর। আসলে এটি বৈতরিনী নদী, খুবই খরস্রোতা হয়ে মাঝে মাঝে বড় বড় খাঁদ সৃষ্টি করেছে আর জলের স্রোত সেখানে অনেক বেশি. কখনোই নির্দেশ দেবো না নদীর মাঝখানে যাওয়ার জন্য..

বড়া ঘাগড়া:

এরপর চলে এলাম কেওনঝড় যেটা আরও ৫৫ কিমি। এসে পান্থনিবাসে ব্যাগ রেখে বিকেলে বেরিয়ে পড়লাম বড়া ঘাগড়ার উদ্দেশ্যে। বদ্ধ একটা ঘোলাটে ছোট জলাসয়ের মধ্যে একধারা বিশিষ্ট চওড়া ঝর্ণা। লাল পাথুরে রাস্তার মধ্যে দিয়ে এই জঙ্গলটি রোমাঞ্চের সৃষ্টি করে... খুব বর্ষায় অসস্তি লাগবে... সেখান দিয়ে পাশে একটি সিঁড়ি বেয়ে ঝর্ণার উপরের অংশে পৌঁছানো যায়.. উপড়ে উঠে এক অসাধারণ ছোট্ট শিবের মন্দির ও বড়া ঘাগড়া ড্যাম মন কাড়ে। ড্যামের ধারে বিকেলের সময় কাটানো just felt like heaven. ড্যামের চার পাশের নৈসর্গিক দৃশ্য অন্য জগতে নিয়ে যায় মানুষকে.. কখনোই মিস করা উচিত নয় এই জায়গাটি....

সানা ঘাগড়া:

সানা ঘাগড়াকে ঘিরে একটা পার্ক সাজানো হয়েছে । বেশ মনোরম এই পার্কের মধ্যে অনেকটা সময় কাটানো যায়.. এন্ট্রি ফী আর পার্কিং এর ব্যবস্থা আছে এই পার্ক এ. কিছু খাওয়ার দোকান আর একটি বড় ঝিল যাতে বোটিং এর ব্যবস্থা আছে.. সানা ঘাগড়া এর উচ্চতা বেশি নয় এবং একই রকম ঘোলাটে জলের ধারা। পার্কের মধ্যে ঝর্ণাটির চারপাশ বাঁধানো। এই জায়গা টি OTDC এর কাছেই মুম্বাই হাইওয়ে এর একধারে..

খন্ডধারা:

মুম্বাই হাইওয়ে ধরে প্রায় 44 কিমি দূরে গ্রামের মধ্যে নির্জন জায়গায় অপূর্ব সুন্দর এই ধর্ণা। সত্যি কথা বলতে এটা কেওনঝড়ের আমার দেখা সব থেকে সুন্দর ঝর্ণা... অসাধারণ দেখতে ও অনেক উঁচু থেকে এই জলধারা মন ভরিয়ে দেয়। সামনে বড় জলাশয়। উচ্চতার জন্য পাহাড়ে ঘেরা এলাকাটায় অদ্ভুত হাওয়ার সৃষ্টি করে যা ঝর্ণার ধারার অবস্থান পরিবর্তন করে বারে বারে। ঝর্ণার নীচে রামধনু সৃষ্টি জাস্ট ওয়াও। স্নান করাটা অত্যাবশ্যক হয়ে পড়ে এখানে। এটা স্বর্গ এককথায়।

হান্ডিভাঙা:

শেষ পাতে থাকলো হান্ডিভাঙা যেটা খন্ডধারা থেকে ৫০ কিমি। এটা একটা কোল মাইন অঞ্চল..ঝর্ণার কাছে একটা শিবের মন্দিরের সামনে গাড়ি রেখে কিছুটা ট্রেক করতে হয়.. খুব রোমাঞ্চকর জঙ্গলের মধ্যে দিয়ে এই হাঁটা পথ. বেশি নয় মাত্র ১৫ মিনিট লাগবে ঝর্ণার কাছে পৌঁছাতে... সবথেকে আলাদা এই নির্জন জায়গাটি, ঝর্ণার সৌন্দর্য আর জায়গাটির গন্ধ মাতিয়ে তোলে মনকে.. অপূর্ব সুন্দর এই জায়গা টি... ঘন সবুজের মধ্যে এরম জায়গায় এরম একটি ঝর্ণার পাশে অর্ধেক দিন কাটিয়ে দেওয়া যায়... ঝর্ণার চারপাশটি গোল হাড়ির মতো বাঁধানো আর তার একপাশটা খোলা যেখান দিয়ে জল বয়ে যাচ্ছে.. গাছে গাছে নানা রকম পাখি আর পোকার আওয়াজ.. একটা স্যাতস্যাতে গন্ধ জায়গাটা কে অন্য মাত্রা এনে দেয়... গাছের প্রকার ও বিভিন্ন এখানে... কোনো ভাবেই মিস করা যায় না এটা।

বি:দ্র: নিজেদের গাড়ি ছাড়া কেওনঝড় ঘোরার কথা ভাববেই না। কারন গাড়ি ভাড়া করলেও তারা কতটা এফর্ট দেবে এই জার্নিটার জন্য সন্দেহ থাকে। আর লোকাল ট্রান্সপোর্টের কথা ভূল করেও ভাববে না।

Picture Gallery

Video Gallery

You may also like

Bakkhali & Fraserganj

South 24 pgs, West Bengal

Chandipur & Panchlingeshwar

Odisha

Bishnupur

Bankura, West bengal

Gadiara, Nurpur, Geonkhali

Howrah, West Bengal

Kumortuli

Kolkata, West Bengal

Crocodile Bank

Tamil Nadu

Banaras

Uttar Pradesh

Ennore

Chennai, Tamil Nadu

Siruvani forest range

Coimbatore, Tamil Nadu

Vandalur Zoo

Peerakankaranai, Tamil Nadu

Mahabalipuram

Tamil Nadu

Kanchipuram

Tamil Nadu

Kasimedu Fishing Harbour

Tondiarpet, Tamil Nadu

Ayodhya, Charida & Garpanchakot

Purulia, West Bengal

Hyderabad Secunderabad

Telengana

Sundarban

West Bengal

Santiniketan

Bolpur, West Bengal

Tinchuley Lamahatta

Darjeeling, West Bengal

Parmadan & Petrapole

Bongaon, West Bengal

Bhubaneswar

Odisha

Gopalpur & Bhetanai

Odisha

Jaldapara, West bengal

Dooars, West Bengal

Rambha

Bhubaneswar, Odisha

Mangalajodi

Khurdha, Odisha

Mousuni Island (Salt)

Namkhana, West Bengal

Sisamara

Cooch Behar, West Bengal

Murti Jhalong Bindu

Dooars, West Bengal

Guptipara Ambika-Kalna

Burdwan, West Bengal

Totopara

Dooars, West Bengal

Somrabazar

Sukharia, Hoogly, West Bengal

Antpur Rajbalhat

Hoogly, West Bengal

Pingla

Balichak, Medinipur, West Bengal

Mahishadal

Purba Medinipur, West Bengal

Diamond Triangle

Odisha

Raghurajpur

Puri, Odisha

Maithon

Dhanbad, Jharkhand

Baghrol Basha

Kalbansh, Amta, Howrah, West bengal

Bikna - Dokra

Bankura, West bengal

Gangani

Garhbeta, West Midnapore, West bengal

Prayag Filmcity

Chandrakona Road, West Midnapore, West Bengal

Netravali Wildlife Sanctuary

South Eastern Goa

Dudhsagar

Karmane, Goa

Kushmandi

Mahishbathan, South Dinajpur, West Bengal

Malda

West Bengal

Purbasthali

Purba Bardhaman, West Bengal

Singi Sribati

Burdwan, West Bengal

Notungram Mistripara

Agradwip, Bardhaman, West Bengal

Amadpur Memari

Burdwan, West bengal

Jhaumon

Gplot, Gobardhanpur, West Bengal

Uttrayan Fish Fair

Krishnapur, Adisaptagram, Hoogly, West Bengal

Khirai

Paschim Midnapore, West Bengal

Murshidabad

West Bengal

Pathra, Moghalmari, Kurumbera

Midnapore, West Bengal

Shivakhola Advanture camp

Darjeeling, West Bengal

Kurhmun [Gajon]

Burdwan, West Bengal

Telkupi, Banda, Deulghata, Pakbirra

Purulia, West Bengal

Bichitrapur

Odisha

Debipur Baidyapur

Purba Bardhaman, West bengal

Garchumuk

Uluberia, West Bengal

Jhandi

Kalimpong, West bengal

Sipakuda - Chilka

Odisha

Nimpith & Kaikhali

South 24 PGS, West Bengal

Milan Top View Point

Pedong, Kalimpong, West Bengal

Hundru, Jonha, Dasham, Sita

Jharkhand

Gwalior

Madhya Pradesh

Orchha

Madhya Pradesh

Khajuraho

Madhya Pradesh

Jabalpur

Madhya Pradesh

Malooti

Shikaripara in Dumka District, Jharkhand

Wildreaction Nayachar

Katwa, Burdwan, West Bengal

East Khasi Hills

Meghalaya

Dawki

Meghalaya

Daringbadi

Odisha

Chandragiri

Jirang, Odisha

Naga Hornbill Festival

Naga Heritage Village, Kisama, Nagaland

Dawn Homestay

Zakhama, Nagaland

Dzükou Valley

Nagaland

Latpanchar

West Bengal

Gajoldoba - Teesta Barrage

West Bengal

Kakrajhor

Jhargram, West Bengal

Bhalki Machan

Burdwan, West Bengal

Gangpur - Rabri Gram

Hoogly, West Bengal

Dariyapur - Dokra

Purba Bardhaman, West Bengal

Benapur Beach

Bagnan, West Bengal

Baguran - Junput - Bakiput

Medinipur, West Bengal

Saranda

Jharkhand Odisha border

Mongpong

Kalimpong, West Bengal

Park Street Cemetery

Kolkata, West Bengal

Khowab Gaon

Jhargram, West Bengal

Abanindranath Tagore Bagan Bari

Konnagar, Hoogly, West Bengal

Bortir Bil - Winter

Barasat, North 24 pgs, West bengal

Bhitarkanika Nature Camps - Dangmal

Bhitarkanika, Odisha

Habalikhati Nature Camp

Bhitarkanika, Odisha

Muruguma & Begun Kodar

Jhalda, Purulia, West Bengal

Panihati - Khardah

West Bengal

Banduan & Duarsini

Purulia, West Bengal

Narajol Rajbari

Ghatal, Paschim Medinipur, West Bengal

Garh Jungle & Joydev Kenduli

Durgapur, West bengal

Bortir Bil - Monsoon

Barasat, North 24 pgs, West bengal

Dhanyakuria

North 24 Parganas, Basirhat, West Bengal

Jajahatu - Offbeat Purulia

Purulia, West Bengal

Irgunath Jain temple

Dewli Rd, Simali, Purulia, West bengal

Panchetgarh Rajbari

PO: Panchetgarh, Purba Midnapore, West Bengal

Taki - Hasnabaad

North 24 Parganas, West Bengal

Suchatana Mat Unit - Madurkathi

Sabang, Paschim Medinipur, West Bengal

Andul & Sankrail

Howrah, West Bengal

Dasghara

Hoogly, West Bengal

Bansberia - Kartik Puja

Hoogly, West Bengal

Uttarpara - Ghat special

Hoogly, West Bengal

Konnagar

Hoogly, West Bengal

Serampore

Hoogly, West Bengal

Tamluk

Purba Medinipur, West Bengal

Bisinda

Bankura, West Bengal

Seven Wonders - Eco Park

Rajarhat, West Bengal

Hadal Narayanpur

Bankura, West Bengal

Ajodhya Gram - Debottar Estate

Bankura, West Bengal

HNI aquatic kingdom

KSR railway Bengaluru, Karnataka

Bangalore fort & Tipu Sultan's Summer palace

Bengaluru, Karnataka

Isha Foundation - Adiyogi

Coimbatore, Tamil Nadu

Temples in Tirupati

Tirupati, Andhra Pradesh

Jayamangali blackbuck reserve

Karnataka

Bannerghatta national park

Bengaluru, Karnataka

Cubbonpet - Ganesh Chaturthi celebration

Bengaluru, Karnataka

Kaas plateau

Satara, Maharashtra

Bangalore Palace

Bengaluru, Karnataka

Isha Foundation - Chikkaballapura

Chikkaballapura, Karnataka, India

Shravanabelagola Jain Temple

Hassan, Karnataka, India

Belur - Halebeedu

Hassan, Karnataka, India

Murdeshwar

Uttara, Karnataka

Jungle Lodges and Resorts - Bandipur

Gundlepete, Karnataka

Mathura Vrindavan

Uttar Pradesh, India

Har Ki Pauri

Haridwar, Uttrakhand

Kedarnath

Uttarakhand, India

Thattekad Birding trip

Ernakulam, Kerala

Eravikulam National Park

Munnar, Kerala

Pompayya Malemath Eco farm

Hampi, Karnataka

Madurai

Madurai, Tamil Nadu

Rameswaram

Ramanathapuram, Tamil Nadu

Gulf of Mannar

Ramanathapuram, Tamil Nadu

Bhigwan bird sanctuary

Bhigwan, Maharashtra

All Comments

  • avatar image
    Angshumali Sarkar
    Posted on: 23rd Sep, 2020

    Awesome pics, just awesome. The description style is also very interesting. However a little care could be taken to correct some spellings.

Top